অঙ্কুরিত বীজ

অঙ্কুরিত বীজ

আমরা তরুন ,আমরা কিশোর
ক্ষুদ্র অঙ্কুরিত বীজ ,
স্রষ্টা দিয়াছে মোদের পরে
উর্ধেব উঠার চিজ ।

জাগব মোরা থাকব না আর
মাটির সনে মিশে ,
দেখব মোরা আলোর ভূবন
রইব না এই অন্ধকারে ।

জানি মোরা আসবে বাধা
মোদের মাথায় ধেয়ে
তবু মোরা উঠব শিরে
স্রষ্টার আজ্ঞার তরে ।

ভয় করি না ক সাই ক্লোন আর
করিদির কর্কশ রব
উঠব মোরা কঠিন ফেরে
ব্যার্থ করব ঝাঞ্চাসব ।


মোঃ খোরশেদ আলম
পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসা
পীরগাছা ,রংপুর ।