দারুল উলুম দেওবন্দ অভিযোগ করেছে সংবাদ
মাধ্যমগুলো জাকির নায়েকের বিরুদ্ধে তাদের ফতোয়াকে উদ্দেশ্যমূলকভাবে
ব্যাবহার করছে। দারুল উলুম বলছে, এই ইসলামের প্রচারকের বিরুদ্ধে তোলা
সাম্প্রতিক অভিযোগের সাথে তাদের ফতোয়ার কোনো সম্পর্ক নেই।
আজ
রোববার দারুল উলুম দেওবন্দের মুখপাত্র আশরাফ উসমানী সাংবাদিকদের এসব কথা
বলেন। তিনি বলেন, ‘মুসলমানদের মাজহাবি মতামত সম্পর্কিত বিষয় নিয়ে জাকির
নায়েকের বিরুদ্ধে কিছু ফতোয়া দেয়া হয়েছিলো। সেই ফতোয়াগুলোকে ঢাকার গুলশানে
আক্রমণের পর জাকির নায়েকের বিরুদ্ধে তোলা সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার
অভিযোগের সাথে কিছু সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে হাইলাইট করছে।’
জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার সাম্প্রতিক অভিযোগের অনেক আগে এই ফতোয়াগুলো দেয়া হয়েছিলো উল্লেখ করে আশরাফ উসমানী বলেন, এই অভিযোগের সাথে তাদের ফতোয়ার উল্লেখ ভুল এবং আপত্তিকর।
দারুল উলুমের এই মুখপাত্র বলেন, ঈদের ছুটির কারণে দারুল উলুম দেওবন্দ এই বিষয়ে তার অবস্থান এখনো ঠিক করতে পারেনি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার সাম্প্রতিক অভিযোগের অনেক আগে এই ফতোয়াগুলো দেয়া হয়েছিলো উল্লেখ করে আশরাফ উসমানী বলেন, এই অভিযোগের সাথে তাদের ফতোয়ার উল্লেখ ভুল এবং আপত্তিকর।
দারুল উলুমের এই মুখপাত্র বলেন, ঈদের ছুটির কারণে দারুল উলুম দেওবন্দ এই বিষয়ে তার অবস্থান এখনো ঠিক করতে পারেনি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস