যোগাযোগ

আস-সালামু আলাইকুম,,,

বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর প্রজেক্ট সমূহকে সহযোগিতা করুন। এটি সম্পূর্ণ অলাভজনক সংস্থার উদ্যোগে পরিচালিত, আপনাদের সহযোগিতা আমাদের কাজকে আরও ত্বরান্বিত করবে ইনশাল্লাহ।

DONATION

এটি সম্পূর্ণ অলাভজনক সংস্থার উদ্যোগে পরিচালিত হয়ে থাকে তাই বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর প্রজেক্টসমূহকে সহযোগিতা করুন। আমাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য সঠিক ইসলামকে সমস্ত বাংলাভাষী মানুষের কাছে সহজবোধ্য ভাবে পৌঁছে দেয়া। মহান আল্লাহর কাছে তাউফিক প্রার্থনা করছি।  

আমাদের প্রজেক্ট সমুহঃ 
১ । দৈনন্দিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পুস্তিকা প্রকাশ এবং ফ্রি বিতরন।
২ । দরীদ্র ও মধ্যবিত্ত পরিবারে স্বামর্থের কথা বিবেচনা করে উচ্চমান সম্পুর্ন  শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ।
৩ । মসজিদ পূননির্মানে সহায়তা প্রদান ।
৪। রক্তদান কর্মসুচী ( অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে ) ।
৫ । বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা । উল্লেক্ষ্য যে ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালু করা ।
৬ । ইসলামিক লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে ফ্রি বই বিতরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা হচ্ছে।
৭ । স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুইজ, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন ও পুরস্কার প্রদান।
৮ । সুন্নাতের প্রচারে দায়ী-প্রচারকরদের প্রশিক্ষণ ও ভাতা প্রদান।
৯ । মক্তব, কুরআন-শিক্ষা কেন্দ্র, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তথ্য-সহায়তা, ভাতা, বৃত্তি ইত্যাদি প্রদান।
১০. বাংলায় কোরআন এবং তার তাফসীরের অনলাইন ডাটাবেস এবং মোবাইল এপ্লিকেশন তৈরি। 
১১। বাংলা/ইংরেজি/আরবিতে হাদিসের অনলাইন ডাটাবেস এবং মোবাইল এপ্লিকেশন তৈরি।
১২। বাংলায় প্রয়োজনীয় ইসলামী গ্রন্থসমূহের অনলাইন ডাটাবেস এবং মোবাইল এপ্লিকেশন তৈরি।
১৩। কম্পিউটারের জন্য কোরআন, হাদিস ও ইসলামী গ্রন্থসমূহের অফলাইন সফটওয়্যার তৈরি  ইত্যাদি ।
  
যোগাযোগঃ   
                     মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ
চেয়ারম্যানঃ    বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার
মোবাইল নং    01742344107 
ই-মেইলঃ        bangladeshislamidawahcenter@gmail.com

বিকাশঃ          01742344107 (Personal) 
টেলিফোন নং  
ফ্যাক্স নং-

 
bangladeshislamidawahcenter@gmail.com

 facebook id: