আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সুপ্রিয় ভিজিটর বন্ধু, bidcenter.blogspot.com এ আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবনকে আরো সুন্দর করে সাজাতে কে না চায় ? কে না চায় তার জ্ঞানের পরিধীকে বাড়াতে ? এ জন্য চাই নিয়মিত অধ্যাবসা-পরিশ্রম। সেই সাথে চাই পারস্পারিক সহযোগিত। তাহলে আসুন আমরা ইন্টারনেটের এ যুগে সেই কাজটি করার চেষ্টা করি। আপনিও এখানে আপনার সংগৃহীত জ্ঞান কে শেয়ার করুন। নিজেও উপকৃত হোন অন্যকেও উপকৃত করুন।
আরেকটি কথা, সুপ্রিয় ভাই, আপনারা জানেন, বর্তমান সময়টা আসলে একটা জটিল সময় অতিক্রম করছে। কত শত মতবাদ, আদর্শ, নিত্য - নতুন পথ ও মত আমাদেরকে হাত ছানি দিয়ে চলেছে। কত ধরণের শিরকী , বিদআতী এবং ইসলাম বিরোধী কার্যক্রম আমাদের সমাজকে বিপথে পরিচালিত করছে। অথচ আমাদের তো রয়েছে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত সংবিধান মহাগ্রন্থ আল কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অমীয় বাণী সহীহ হাদীস। তাহলে কেন আমরা আজ বিভিন্ন পঙ্গিল উপত্যকায় উদভ্রান্তের মত ছুটোছুটি করছি ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন: “তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। সে দুটি জিনিসকে দৃঢ়ভাবে ধরে থাকলে তোমরা কখনই বিপথে যাবেনা। একটি হল, আল্লাহর কিতাব এবং আরেকটি হল আমার সুন্নাত (হাদীস)” তাহলে আমাদের কী করণীয় ? করণীয় একটাই তা হল, আমাদেরকে নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াতের পাশাপাশি তার অর্থ ও ব্যাখ্যা জানার চেষ্টা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস অধ্যয়ন করে সেগুলো আমাদের বাস্তব জীবনে অনুসরণের চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দু’আ করি, তিনি যেন আমাকে সহ বিশ্বের মুসলমানদেরকে আবারো কুরআন-সুন্নাহর ছায়া তলে একত্রিত হওয়ার তাওফীক দান করেন। আল্লাহই আমাদের সাহায্যকারী।
সুপ্রিয় ভিজিটর বন্ধু, bidcenter.blogspot.com এ আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবনকে আরো সুন্দর করে সাজাতে কে না চায় ? কে না চায় তার জ্ঞানের পরিধীকে বাড়াতে ? এ জন্য চাই নিয়মিত অধ্যাবসা-পরিশ্রম। সেই সাথে চাই পারস্পারিক সহযোগিত। তাহলে আসুন আমরা ইন্টারনেটের এ যুগে সেই কাজটি করার চেষ্টা করি। আপনিও এখানে আপনার সংগৃহীত জ্ঞান কে শেয়ার করুন। নিজেও উপকৃত হোন অন্যকেও উপকৃত করুন।
আরেকটি কথা, সুপ্রিয় ভাই, আপনারা জানেন, বর্তমান সময়টা আসলে একটা জটিল সময় অতিক্রম করছে। কত শত মতবাদ, আদর্শ, নিত্য - নতুন পথ ও মত আমাদেরকে হাত ছানি দিয়ে চলেছে। কত ধরণের শিরকী , বিদআতী এবং ইসলাম বিরোধী কার্যক্রম আমাদের সমাজকে বিপথে পরিচালিত করছে। অথচ আমাদের তো রয়েছে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত সংবিধান মহাগ্রন্থ আল কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অমীয় বাণী সহীহ হাদীস। তাহলে কেন আমরা আজ বিভিন্ন পঙ্গিল উপত্যকায় উদভ্রান্তের মত ছুটোছুটি করছি ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন: “তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। সে দুটি জিনিসকে দৃঢ়ভাবে ধরে থাকলে তোমরা কখনই বিপথে যাবেনা। একটি হল, আল্লাহর কিতাব এবং আরেকটি হল আমার সুন্নাত (হাদীস)” তাহলে আমাদের কী করণীয় ? করণীয় একটাই তা হল, আমাদেরকে নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াতের পাশাপাশি তার অর্থ ও ব্যাখ্যা জানার চেষ্টা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস অধ্যয়ন করে সেগুলো আমাদের বাস্তব জীবনে অনুসরণের চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দু’আ করি, তিনি যেন আমাকে সহ বিশ্বের মুসলমানদেরকে আবারো কুরআন-সুন্নাহর ছায়া তলে একত্রিত হওয়ার তাওফীক দান করেন। আল্লাহই আমাদের সাহায্যকারী।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য :
প্রিয় ভাই ও বোনেরা,
( BIDC ) এর দ্বারা বুঝায় Bangladesh Islami Dawah Center এটি একটি রাজনীতি মুক্ত বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক ইসলামিক শিক্ষা , গবেষণা, সমাজ সেবা, এবং দাওয়াহ প্রতিষ্ঠান।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য: কোর'আন এবং সুন্নাহ এর আলোকে সঠিক ইসলামিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাসুল(সঃ) যে ভাবে ইসলাম পালনকরেছেন, শিখিয়েছেন এবং তাঁর সাহাবীরা (রা) যে ভাবে তা অনুসরণ করেছেন, আমরাও ঠিক সে ভাবে ইসলামকে জানতে চাই এবং তা পালন করতে চাই, আর আমরা মানুষদের কে এ ব্যাপারে সহযোগিতা করবো ইনশা আল্লাহ্।
আমাদের এই ওয়েবসাইটিতে পাবেন ইসলামিক লাইব্রেরি, প্রবন্ধ, অডিও লেকচার, ভিডিও লেকচার, প্রশ্ন/উত্তর, বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট ইত্যাদি। আমাদের এখানে আরো পাবেন একটি অনলাইন ক্লাস রুম যা ২৪ ঘণ্টা খোলা আছে এবং এতে লগিন করে আপনি দেশ-বিদেশ এর অনেক শাইখদের লেকচার লাইভ শুনতে পারবেন এবং সরাসরি প্রশ্ন করতে পারবেন ইনশা আল্লাহ। আমাদের সাইট এ শাইখদের তালিকা এবং তাদের অনলাইন লেকচার এর সময় সূচি দেখে নিন এবং আর দেরি না করে আজই ইসলামিক অনলাইন ক্লাস রুমে যোগ দিন।
আসুন আমরা কোর'আন ও সুন্নাহ এর আলোকে জীবন পরিচালনা করি এবং বিদাত, শিরক ও কুফরি মুক্ত ইসলাম পালন করি। আমিন
(B.I.D.C) এর অতীত,চলমান কার্যক্রম ও ভবিষত পরিকল্পনা
শিক্ষা বিভাগ :
( B.I.D.C) এর শিক্ষা বিভাগ বিভাগের প্রথম প্রক্লপ হচ্ছে অনলাইন ইসলাকি শিক্ষা যা ২০১১ থেকে পরিচালিত হচ্ছে । (B.I.D.C ) এর একটি অনলাইন ক্লাস রুম রয়েছে যা ২৪ ঘণ্টা খোলা থাকে এবং এতে দেশী-বিদেশী বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ,গবেষক ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীগণ সরাসরি ক্লাস নিয়ে থাকেন । এতে দেশে-বিদেশে অনেক ভাই বোনেরা উপকৃত হচ্ছে এবং এখানে প্রশ্ন-উত্তরের মাধ্যমে সঠিক ইসলামিক শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে। ববর্তমানে অনলাইন ক্লাস রুমের ছাত্র / ছাত্রী সংখ্যা ৬১৬ ।
অনলাইন আমাদের কার্যক্রম :
ক. কোরআন শিক্ষা কোর্স
খ. দাওয়া প্রশিক্ষন কোর্স
গ. বিষয় বিষয় বিত্তিক বিভিন্ন কোস তাহারাত,সালাত,সিয়াম সম্পন্ন করেছি এবং চলছে ।
ঘ. অনলইন আন্তরর্জাতিক কোরআন তেলায়াত প্রতিযেগিতা ।
ঙ. অনলইন কুইজ প্রতিযোগিতা চলছে ।
কিভাবে অনলাইন ক্লাস রুম প্রবেশ করবেন ?
www.bidcenter.blogspot.com
এই লিংক এ গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করে লগ-ইন করবেন। রেজিষ্টেশন করতে ইউজার নেইম,ই-মেইল, পাসওয়াড, কনফার্ম পাসওয়ার্ড দিলেই রেজিষ্ট্রেশন হয়ে যাবে। তারপর ইউজার নাম, পাসওয়াড দিয়ে লগ-ইন করলেই ক্লাস আংশ নিতে পারবেন ইনশা আল্লাহ । সহযোগিতার জন্য স্কাইপিতে ( )
এই লিংক এ গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করে লগ-ইন করবেন। রেজিষ্টেশন করতে ইউজার নেইম,ই-মেইল, পাসওয়াড, কনফার্ম পাসওয়ার্ড দিলেই রেজিষ্ট্রেশন হয়ে যাবে। তারপর ইউজার নাম, পাসওয়াড দিয়ে লগ-ইন করলেই ক্লাস আংশ নিতে পারবেন ইনশা আল্লাহ । সহযোগিতার জন্য স্কাইপিতে ( )
Email: bangladeshislamidawahcenter@gmail.com যোগাযোগ করুন ।
ভবিষ্যৎ পরিকল্পনা .....
- বাংলাদেশের একটিও সহিহ আকীদার প্রতিষ্ঠান আর্থিক,দক্ষ শিক্ষকের অভাবে যেন বন্ধ হয়ে না যায় সেই লক্ষ্যে কাজ করা ।
- দরীদ্র ও মধ্যবিত্ত পরিবারে স্বামর্থের কথা বিবেচনা করে উচ্চমান সম্পুর্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ।
- এমন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যাতে একজন ছাত্র ইসলামি শিক্ষার পাশাপাশি ও দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষা ও অর্জন করতে পারে ।
- শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআন ও সুন্নার সঠিক আকিদার জনশক্তি তৈরী করা ।
- সঠিক ইসলামিক শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ থেকে যাবতিয় অনৈসলামিক কার্যকলাপ ও কুসংস্কার মূলউৎপাটনে ঐক্যবব্ধ ভাবে কাজ করা ।
সমাজ সেবা বিভাগ:
মানুষের কাছ থেকে হাত পেতে নেয়ার চেয়ে অন্তর খুলে কিছু দেয়ার সময় এসেছে যদিও বাংলাদেশে বেশকিছু প্রতিষ্ঠান সমাজসেবা কার্যক্রম চালিয়ে আসছে কিন্ত পরিতাপের বিষয় এই যে আধিকাংশ ক্ষেত্রে তাদের কার্যকলাপ কোরআন ও সুন্নর সাথে সাংঘর্শীক । পরিপূর্ন ইসলামিক দিকনির্দেশনা মুলক প্রতিষ্ঠান সীমিত হওয়ার কারনে মানুষ বাধ্য হয়ে এ সকল প্রতিষ্ঠান এর সাথে সস্পৃক্ত হচ্ছে । বর্তমানে মুসলিম সমাজ মানবসেবা থেকে অনেক দুরে সরে যাচ্ছে যেমন, ৮৮ % মুসলিম হওয়ার সত্তেও ফরমালীনের বিষাক্ত ছোবল থেকে সমাজ মুক্ত নয় । প্রিয় নবী মুহাম্মাদ (সা:) আমাদেরকে ইসলামিক জীবন বিধানের পাশাপাশি মানবসেবায় উৎসাহিত করেছেন । তারই আলোকে সমাজসেবার মাধ্যমে মানুষের কাছে সঠিক ইসলামিক জ্ঞান পৌছানো আমাদের মূল ও প্রধান লক্ষ্য ।
অতীত ও চলমান কর্য়ক্রম :
- ইসলামী বই প্রকাশ ও বিতরণ প্রকল্প ।
- যাকাত বিতরণ প্রকল্প ।
- খাদ্য পন্য মাধ্যমে যাকাতুল ফিতর বিতরণ যে ভাবে নবী মুহাম্মাদ (সা:) নির্দেশ দিয়েছেন । অতিতে ৯ টি কেন্দ্রে বিতরণ করেছি এবার ও আরো ব্যপক ভাবে বিতরন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে ইনশা আল্লাহ।
- রক্তদান কর্মসুচী ( অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে ) ।
- মসজিদ পূননির্মানে সহায়তা প্রদান ।
- ইসলামিক স্কুল পরিচালনায় সহায়তা প্রদান ।
ভবিষ্যত পরিকল্পনা .....
- বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা । উল্লেক্ষ্য যে ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালু করা ।
- দ্বীনই ভাইদের আত্ন-কর্মসংন্থান প্রকল্প ।
- দরিদ্র জনগোষ্টীকে আত্ন-কর্মসংস্তান এর মাধ্যমে ইসলাম এর দিকে ধাবিত করা ।
- হাসপাতাল প্রতিষ্ঠা করা ।
ইসলামিক দাওয়া বিভাগ
অতীত ও চলমান কর্য়ক্রম :
- আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেমন ফেসবুক, টুইটার, স্কাইপি তথা অনলাইন ক্লাস রুম এর মাধ্যমে সঠিক ইসলামিক দাওয়াতি কার্যক্রম জাতিয় ও আন্তরর্জাতিক ভাবে পরিচালনা করে আসছে । যেখানে বিশ্বের বিভিন্ন দেশে অবন্থানরত ভাই-বোনদের সঠিক ইসলামের ঈমান ও আকীদা বিষয়ক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে আমাদের অনলাইন ইসলামিক স্কুলের মাধ্যমে ।
- পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দাওয়াতি টিম নিরলস ভাবে কাজ কাজ করে যাচ্ছে ।
- অনলাইন স্কুলের মাধ্যমে ৪০ এর অধিক মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত শিক্ষক এর মাধ্যমে পাঠদান চলছে ।
- ইসলামিক লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে ফ্রি বই বিতরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা হচ্ছে।
- এখানে উল্লেক্ষ্য প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক কৈাতুহলী ভাই আমাদের লইব্রেরীতে এসে সঠিক দ্বীন শিখার চেষ্ঠা করছে ।
- লাইব্রেরীকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ব্য ভাবে দ্বীন প্রচারে সচেষ্ট হচ্ছি ।
ভবিষ্যত পরিকল্পনা .....
- কেন্দ্রীয় ইসলামিক দাওয়াহ সেন্টার প্রতিষ্ঠা করা ।
- দেশের প্রত্যান্ত অন্চলে সঠিক আকীদা ভিত্তিক ইসলামিক লাইব্রেরী করা ।
- ঔক্যবদ্ব্য ভাবে দেশ-বিদেশে টিম গঠন করে দাওয়াতি কর্য্যক্রম পরিচালনা করা ।
- জেলা,উপজেলা তথা গ্রাম পর্যয়ে আমাদের বিজ্ঞ আলেমদের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম বেগবান করা ।
আমাদের সাফল্য থাকার সত্বেও আমরা আনেক ক্ষেত্রে বাধা বিপপ্তির সমোক্ষিন হচ্ছি । সকল বাধা বিপপ্তি আতিক্রম করে আল্লাহ অশেস রহমতে আমরা আজ এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ । মহান আল্লাহ কাছে আমরা এবং (B.I.D.C) পক্ষ থেকে রহমত ও সাহায্য কামনা করছি । আপনাদের মূল্যবান পরামর্শ , উপদেশ ও সহযোগিতা একান্ত ভাবে কমনা করছি । মহান আল্লাহর কাছে সঠিক দ্বীনই জ্ঞান অর্জন ও আমল করার তৌফিক কামনা করছি - আমীন ।
‘সৃষ্টিজগতের রহমত’ স্বরূপ প্রেরিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)-এর আদর্শের প্রচার এবং এ আদর্শের প্রেরণায় মানবতার সেবা, উন্নয়ন ও মমতাপূর্ণ সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ ট্রাস্ট প্রতিষ্ঠিত। এর কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:
(১) মানবীয় মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা, ভালবাসা, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও বিশ্বাস প্রচারে তথ্য প্রযুক্তি, গণমাধ্যম ও ইন্টারনেটের বহুমুখি ও সামগ্রিক ব্যবহারের ব্যবস্থা করা।
(২) নারী, শিশু, বালক, বালিকা ও বয়স্কদের জন্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষাদান, বিদ্যালয়-মাদ্রাসা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ইন্সটিটিউট ইত্যাদি প্রতিষ্ঠা।
(৩) মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ), তাঁর শরীয়ত, সুন্নাত বা আদর্শের বিশ্বময় প্রচারের ব্যবস্থা করা এবং এ বিষয়ক সকল স্থানীয় বা বৈশ্বিক কুৎসাচার, অপপ্রচার, মিথ্যাচার বা অজ্ঞতার জ্ঞানবৃত্তিক ও তথ্যভিত্তিক প্রতিবাদ, প্রতিকার ও অপনোদনের ব্যবস্থা করা।
(৪) তাওহীদ-সুন্নাহ ও বিশুদ্ধ ইসলামী নির্দেশনা বিষয়ক গবেষণা ও গ্রন্থ প্রণয়নে সহায়তা প্রদান এবং এ বিষয়ক পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি প্রকাশ, প্রচার ও বিতরণ করা।
(৫) স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুইজ, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন ও পুরস্কার প্রদান।
(৬) সুন্নাতের প্রচারে দায়ী-প্রচারকরদের প্রশিক্ষণ ও ভাতা প্রদান।
(৭) মক্তব, কুরআন-শিক্ষা কেন্দ্র, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তথ্য-সহায়তা, ভাতা, বৃত্তি ইত্যাদি প্রদান।
(৮) মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান।
(৯) শিক্ষা, সম্প্রীতি ও ধর্ম বিষয়ক সংলাপ, আলোচনা, মাহফিল, সেমিনার ইত্যাদির আয়োজন করা।
(১০) দরিদ্র, এতিম, বিধবা ও সমাজের দুর্বল-অসহায় শ্রেণীর মানুষদের দারিদ্র্য-দূরীকরণ, সন্তান-প্রতিপালন, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, আইনি জটিলতা ইত্যাদি বিষয়ে সহযোগিতা ও পরামর্শ প্রদান।
(১১) মানব-সেবা, সমাজ-সেবা ও সৃষ্টির সেবা-মূলক যে কোনো কর্মে সহযোগিতা ও অংশগ্রহণ।
(১২) কুরআন শিক্ষার জন্য মসজিদ ভিত্তিক মকতব, কুরআন-শিক্ষার প্রাথমিক বিদ্যালয়, হিফযুল কুরআন প্রতিষ্ঠান, শিক্ষক-প্রশিক্ষন কেন্দ্র, কুরআনের অর্থানুবাদ প্রকাশ, অর্থ-সহ কুরআন শিক্ষার বিভিন্ন কোর্স তৈরি করা।
(১৩) এ সকল কর্মে বা ইসলাম সম্মত যে কোনো কর্মে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তি, সংস্থা, ট্রাস্ট, ফোরাম ইত্যাদির সাথে সহযোগিতা ও সমন্বয় করা।
‘সৃষ্টিজগতের রহমত’ স্বরূপ প্রেরিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)-এর আদর্শের প্রচার এবং এ আদর্শের প্রেরণায় মানবতার সেবা, উন্নয়ন ও মমতাপূর্ণ সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ ট্রাস্ট প্রতিষ্ঠিত। এর কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:
(১) মানবীয় মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা, ভালবাসা, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও বিশ্বাস প্রচারে তথ্য প্রযুক্তি, গণমাধ্যম ও ইন্টারনেটের বহুমুখি ও সামগ্রিক ব্যবহারের ব্যবস্থা করা।
(২) নারী, শিশু, বালক, বালিকা ও বয়স্কদের জন্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষাদান, বিদ্যালয়-মাদ্রাসা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ইন্সটিটিউট ইত্যাদি প্রতিষ্ঠা।
(৩) মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ), তাঁর শরীয়ত, সুন্নাত বা আদর্শের বিশ্বময় প্রচারের ব্যবস্থা করা এবং এ বিষয়ক সকল স্থানীয় বা বৈশ্বিক কুৎসাচার, অপপ্রচার, মিথ্যাচার বা অজ্ঞতার জ্ঞানবৃত্তিক ও তথ্যভিত্তিক প্রতিবাদ, প্রতিকার ও অপনোদনের ব্যবস্থা করা।
(৪) তাওহীদ-সুন্নাহ ও বিশুদ্ধ ইসলামী নির্দেশনা বিষয়ক গবেষণা ও গ্রন্থ প্রণয়নে সহায়তা প্রদান এবং এ বিষয়ক পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি প্রকাশ, প্রচার ও বিতরণ করা।
(৫) স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুইজ, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন ও পুরস্কার প্রদান।
(৬) সুন্নাতের প্রচারে দায়ী-প্রচারকরদের প্রশিক্ষণ ও ভাতা প্রদান।
(৭) মক্তব, কুরআন-শিক্ষা কেন্দ্র, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তথ্য-সহায়তা, ভাতা, বৃত্তি ইত্যাদি প্রদান।
(৮) মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান।
(৯) শিক্ষা, সম্প্রীতি ও ধর্ম বিষয়ক সংলাপ, আলোচনা, মাহফিল, সেমিনার ইত্যাদির আয়োজন করা।
(১০) দরিদ্র, এতিম, বিধবা ও সমাজের দুর্বল-অসহায় শ্রেণীর মানুষদের দারিদ্র্য-দূরীকরণ, সন্তান-প্রতিপালন, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, আইনি জটিলতা ইত্যাদি বিষয়ে সহযোগিতা ও পরামর্শ প্রদান।
(১১) মানব-সেবা, সমাজ-সেবা ও সৃষ্টির সেবা-মূলক যে কোনো কর্মে সহযোগিতা ও অংশগ্রহণ।
(১২) কুরআন শিক্ষার জন্য মসজিদ ভিত্তিক মকতব, কুরআন-শিক্ষার প্রাথমিক বিদ্যালয়, হিফযুল কুরআন প্রতিষ্ঠান, শিক্ষক-প্রশিক্ষন কেন্দ্র, কুরআনের অর্থানুবাদ প্রকাশ, অর্থ-সহ কুরআন শিক্ষার বিভিন্ন কোর্স তৈরি করা।
(১৩) এ সকল কর্মে বা ইসলাম সম্মত যে কোনো কর্মে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তি, সংস্থা, ট্রাস্ট, ফোরাম ইত্যাদির সাথে সহযোগিতা ও সমন্বয় করা।