ডাটা কপি পেস্ট বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

কপিরাইট সম্পর্কে জরুরী দৃষ্টি আকর্ষণ

বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর সমস্ত কন্টেন্ট যারা দাওয়াতি কাজ করে থাকেন বা সর্ব সাধারন তাদের সকলের জন্য কপি পেস্ট (সোর্স সহ বা ছাড়া, [যদিও আমরা আশা করি যে আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন কেননা তাতে অন্যরাও জানতে পারবে এবং দাওয়াতি কাজে উৎসাহী হবে]) উন্মুক্ত এবং এতে কোন ধরনের বাঁধা নেই।
কিন্তু কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট নিয়ে আলাদাভাবে পুরোপুরি বা আংশিক ব্যাবহার করে বা অংশিক পরিবর্তন করে নিজ নামে ব্লগ, ওয়েবসাইট, মোবাইল এপ বা বই ইত্যাদি তৈরি করতে চায়, সে ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করে অনুমতি নেয়া আবশ্যক, নতুবা অনুমতি বিহীন ভাবে সেগুলি করা হলে সেগুলির বিষয়ে আমাদের আপত্তি থাকবে।

আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই আমাদের কন্টেন্ট ব্যবহার করে হুবুহু বা অংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল এপ/ওয়েব তৈরি করেছেন এবং সেগুলির অধিকাংশে বিভিন্ন ধরনের হারাম এডও সংযুক্ত করা হয়েছে অর্থ আয়ের জন্য। আমরা আহবান জানাই সকলকে এই ধরনের মোবাইল এপ বা ওয়েব সাইট ব্যাবহার না করার জন্য।