বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার সহ যে কোন ওয়েব সাইট ভিজিট করুন ’এড’ মুক্ত ভাবে !!


বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারসহ যে কোন ওয়েব সাইট ভিজিট করুন ’এড’ মুক্ত ভাবে !!
 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় বন্ধুগণ, সালাফী বিডি, ফেসবুক সহ বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে কিছু কিছু এড সামনে এসে বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই আসুন, আমরা জেনে নেই কিভাবে এসব বিরক্তিকর এড থেকে মুক্তি পেতে পারি।


Google chrome ব্যবহারকারীদের জন্য
Adblock নামক একটি  ছোট্ট এডঅনস আপনাকে সালাফী বিডি বা অন্য যে কোন ওয়েব সাইটের বিরক্তিকর  সব এড থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ।
অ্যাডঅনসটি ইন্সটল করতে আপনাকে যা যা করতে হবেঃ
১) গুগল সার্চে Adblock লিখে সার্চ দিন।
২) সার্চ রেজাল্টের প্রথম লিংকে ক্লিক করুন।
অথবা সরাসরি ক্লিক করুন এখানে:
অ্যাডঅনসটি তে একটি হাতের চিহ্ন থাকবে নিচের ছবির মত:
৩) এবার “Added to chrome” এ ক্লিক করে ইন্সটল করে নিন। কাজ শেষ। এবার সালাফী বিডি, ফেসবুক বা যে কোন ওয়েবসাইট ব্রাউজ করুন এড মুক্ত ভাবে।  আল হামদুলিল্লাহ।

Mozilla Firefox ব্যবহারকারীদের জন্যঃ
১) মজিলা ফায়ার ফক্সের Tools মেনুতে গিয়ে Adons এ যান।
-অথবা Ctrl+shift+A চাপুন।।
২) তারপর Extensions সাবমেনুতে ক্লিক করুন।
৩) এবার উপরে Search এর ঘরে AdBlock লিখে এন্টার চাপুন নিচের ছবির মত:
৪) অনেক গুলো রেজাল্ট আসবে। এর মধ্য থেকে Adblock Plus 2.3.2 অথবা Adblock Edge 2.0.4 এর যে কোন একটা ইন্সটল করে নিন (দুটোই ভালো কাজ করে ) এবং মজিলা রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন। ব্যস, কাজ শেষ। এবার এড মুক্ত ব্রাউজ উপভোগ করুন।  আল হামদুলিল্লাহ।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।