জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর প্রতিবাদ !

জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি
বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার
                                                এর প্রতিবাদ !
                                               -----------------------------------------------------
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে। এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশ।
ট্রাম্পের এ স্বীকৃতির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর চেয়ারম্যান এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রাম্পের এ ঘোষণা অন্যায় এবং দায়িত্বজ্ঞানহীন, যা ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করেছে। তার বিবেক-বর্জিত এই পদক্ষেপ শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ওয়াশিংটনের ভূমিকাকে জলাঞ্জলি দিয়েছে।
বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর চেয়ারম্যান আরো বলেন, যে দেশের শাসক এমন মুসলিমবিদ্বেষী ও একগুঁয়ে সে দেশের সাথে সকল মুসলিম দেশের সম্পর্ক ছিন্ন করা উচিত।
জেরুজালেম শহর নিয়ে দীর্ঘদিন ধরেই ইসরাইল-ফিলিস্তিনীদের মধ্যে বিরোধ চলছে। শুধু এই শহরটি নিয়ে দশকের পর দশক ধরে সহিংসতা ও রক্তপাত হয়েছে। ফলে কোন পক্ষকেই স্বীকৃতি না দেয়ার মার্কিন নীতি চলে আসছে বহুদিন ধরে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত কয়েক দশকের মার্কিন নীতিকে বদলে দিয়েছে। তার দায়িত্বজ্ঞানহীন এই স্বীকৃতির দরুণ পরবর্তী সকল অনাকাঙ্খিত ঘটনার দায় তাকেই নিতে হবে এবং অবিলম্বে তার মূর্খতাপ্রসূত সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছের ক্ষমা চাইতে হবে।