পিতা-মাতার পক্ষ থেকে ছেলে-মেয়ের জন‌্য কিছু উপদেশ ! (১ম পর্ব)

পিতা-মাতার পক্ষ থেকে ছেলে-মেয়ের জন‌্য কিছু উপদেশ !
মুহাম্মদ হামিদুল ইসলাম আজাদ

আল্লাহর সাথে কাউকে শরীক কর নাঃ সত‌্য কথা এই যে, শিরক অতীব বড় যুলম। সূরা লুকমান: ১৩ শিরক করলে অতীতের নেকী নষ্ট হয়। (যুমারঃ ৬৫)
১. লজ্জাশীল হওঃ কেননা লজ্জা না থাকলে যে কোন অন‌্যায় করা যায়। (বুখারী, মিশকাত হা/৫০৭২)।    লজ্জা সব ধরনের কল‌্যাণ বহন করে। (বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৫০৭১)।

২. স্বভাব-চরিত্র ভাল করাঃ কেননা এটাই হবে নেকীর পাল্লায় সবচেয়ে ভারী।(সিলসিলা ছাহীহা হা/৮৭৬/৯)।
৩. কর্কশ ভাষা পরিহার করঃ কেননা কর্কশ ভাষার পরিণাম জাহান্নাম। (সিলসিলা ছাহীহা হা/১৭৪১/৬৩)।
৪. অহংকার কর নাঃ কেননা অহংকারীর পরিণাম জাহান্নাম। (সিলসিলা ছাহীহা হা/১৭৪১/৬৩)।
৫. আগেই সালাম দেওয়ার চেষ্টা করঃ কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব‌্যক্তি হচ্ছে প্রথম সালাম প্রদানকারী। (সিলসিলা ছাহীহা হা/৩৩৮২)।
৬. অসহায় মানুষকে খাদ‌্য দাওঃ কেননা এর বিনিময় জান্নাত। (সিলসিলা ছাহীহা হা/১৯৩৯/৯৫)।
৭. দু’কানে মানুষের ভাল-কথা শ্রবণ করঃ কেননা এর পরিণাম জান্নাত। (সিলসিলা ছাহীহা হা/১৭৪০/১০১)।
৮. দু’কানে মানুষের মন্দ-কথা শ্রবণ কর নাঃ কেননা এর পরিণাম জাহান্নাত। (সিলসিলা ছাহীহা হা/১৭৪০/১০১)।
৯. মুখ ও লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখঃ কারণ নিয়ন্ত্রণ সম্ভব না হলে পরিনামণ জাহান্নাম। (সিলসিলা ছাহীহা হা/৯৭৭/১০৫)।
১০. মানুষের সম্পদ অবৈধভাবে গ্রহণ কর নাঃ কেননা এতে অন্তরের উপর ছাপ পড়ে যার, যা ক্বিয়ামত পর্যন্ত মিশে না। (সিলসিলা ছাহীহা হা/৩৩৬৪/১৭৫)।
১১. পিতামাতার সেবা করঃ করণ তারা জান্নাতের মাধ‌্যম। (সিলসিলা ছাহীহা হা/৯১৪/১৯১)।
১২. কারো প্রতি হিংসা কর নাঃ তাহলে সর্বদা কল‌্যাণ থাকবে। (সিলসিলা ছাহীহা হা/৩৮৬/১৯৭)।
১৩. তিনজন এক সাথে থাকলে তৃতীয়জন ছেড়ে দু’জন চুপে চুপে কথা বল না। (সিলসিলা ছাহীহা হা/১৪০২/২২৪৭)।
১৪. মানুষকে অপমান কর নাঃ করণ এটা সবচেয়ে  বড় সূদ। (সিলসিলা ছাহীহা হা/১৪৩৩/২৫৫)।
১৫. মানুষকে সালাম দাওঃ করণ যে সালাম দেয় না। সে সবচেয়ে কৃপণ। (সিলসিলা ছাহীহা হা/৬০১/২৬২)।
১৬. গভীর রাতে রাস্তায় চল নাঃ করণ এসময় এমণ প্রাণী চলে যাদের দেখা যায় না। (সিলসিলা ছাহীহা হা/১৫১৮/২৬৭)।
১৭. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাও এটা তোমার জন‌্য ছদাকা হবে। (সিলসিলা ছাহীহা হা/১৫৫৮/২৭৭)।
১৮. কোন বৈঠকে বসলে পশ্চিমমুখি হয়ে বসঃ করণ প্রতিটি জিনিসের একটা মূল অংশ আছে। আর বৈঠকের মূল অংশ হচ্ছে পশ্চিম দিক। (সিলসিলা ছাহীহা হা/২৬৪৫/২৯৪)।
১৯. মানুষের মুখের উপর প্রশংসা কর নাঃ করণ এতে তাকে যবেহ করা হয়। অর্থাৎ তার মধ‌্যে অহংকার এসে যায়, যা তার ধ্বংসের করণ। (সিলসিলা ছাহীহা হা/১২৮৪/৩১৮)।
২০. রাতের প্রথমাংশ পার হওয়ার পর গল্প কর নাঃ কেননা এই সময় আল্লাহ তায়ালা এমন কতক সৃষ্টিজীব পাঠান, যা তোমাদের জানা নেই। (সিলসিলা ছাহীহা হা/১৭৫২/৩১৬)।
২১. ধৈর্যশীল হয়ে প্রশান্তির সাথে কাজ করঃ কোন সময় তাড়াহুড়া করে কোন কাজ কর না। কেননা প্রশান্তি আসে আল্লাহ তায়ালার পক্ষ থেকে আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। (সিলসিলা ছাহীহা হা/১৭৯৫/৩২৬)।
২২. কথা বলার পূর্বে সালাম দাওঃ কেউ সালাম দেয়ার পূর্বে কথা বলা আরম্ভ করলে তার উত্তর দিও না। (সিলসিলা ছাহীহা হা/৮১৬/৩৪৭)।
২৩. পরিবারকে সংশোধন করার জন‌্য চাবুক এমন স্থানে রাখ, যেন পরিবার তা দেখতে পায়। করণ এটাই তাদের জন‌্য শিষ্টাচার। (সিলসিলা ছাহীহা হা/১৪৪৬/৩৫৩)।
২৪. প্রতিবেশীর খোজ-খবর নিওঃ কেননা এমন ব‌্যক্তি বা মানুষ মুমিন হতে পারে না, যে নিজে তৃপ্তি সহকারে খায় এবং প্রতিবেশি ক্ষধার্ত থাকে। (সিলসিলা ছাহীহা হা/১৪৯/৩৮৭)।
২৫. কাউকে দোষারোপ কর নাঃ কাইকে অভিষাপ কর না, কাউকে অশ্লীল কথা বল না, করো সাথে হীন আচরন কর না। কেননা এমন মানুষ মুমিন হয় না। (সিলসিলা ছাহীহা হা/৩২০/৩৮৮)।
২৬. যে কাজ মানুষের সামনে করতে খারাপ মনে কর, তা গোপোনেও কর না।(সিলসিলা ছাহীহা হা/১০৫৫/৩৯৭)।
২৭. রোদ ও ছায়ার মাঝে বস না। কেননা এরুপ বৈঠক শয়তানের বৈঠক। (সিলসিলা ছাহীহা হা/১৩১১০/৪২৯)।
২৮. দু’জন কোন স্থানে বসে থাকলে, তুমি সেখানে অনুমতি ছাড়া যেও না। (সিলসিলা ছাহীহা হা/২৩৮৫/৪২৮)।
২৯. একাকী বাড়ীতে থেক না এবং একা সফর কর না। (সিলসিলা ছাহীহা হা/৬০/৪৩২)।
৩০. মানুষ অনুগ্রহ করলে তার শুকরিয়া আদায় কর। কেননা যে মানুষের শুকরিয় আদায় করে না, সে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে না।(সিলসিলা ছাহীহা হা/৪১৬/৪৫৫)।
৩১. এমন কথা আজ বল না, যার কৈফিয়ত কাল দিতে হবে।(সিলসিলা ছাহীহা হা/৪০১/৫২৭)।
৩২. ছালাত আদায় কর। কারণ ছালাত বিহীন বাকী আমল বাতিল হবে। (সিলসিলা ছাহীহা হা/১৩৫৮/৫৯৮)।
৩৩. অত‌্যাচারিত ব‌্যক্তির বদদোআ থেকে বেচে থাক,কাফের হলেওঃ কেননা এমন দোআ নিশ্চিতভাবে কবুল হয়। (সিলসিলা ছাহীহা হা/৯১৩/১১৯৬)।
৩৪. সদা সত‌্য কথা বলঃ কেননা সত‌্যের পরিণাম জান্নাত। (মুসলিম, মিশকাত হা/৪৮২৪)।
৩৫. ‍দুনিয়া থেকে সাবধান থাকঃ কেননা দুনিয়া সবুজ, সুন্দর, মনোহর মিঠা বস্তু। (সিলসিলা ছাহীহা হা/১৩৫৮/৫৯৮)।
 ৩৬. কখনো মিথ‌্যা কথা বল নাঃ কেননা মিথ‌্যার পরিণাম জাহান্নাম। (মুসলিম, মিশকাত হা/ ৪৮২৪)।

চলবে ইনশা-আল্লাহ.......................

বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭