বইটি লেখার কারণ !

বইটি লেখার কারণ !
ভূমিকা
সকল প্রশংসা আল্লাহর জন্য। মহানবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। সম্ভবত সকল সচেতন মুসলিমই অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছেন যে, ইদানিং সাধারণ মুসলিম, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, দ্বীনের দাঈ, সাধারণ রাজনৈতিক দল ও ধর্মীয় রাকনৈতিক দলসমূহের নেতা/কর্মীদের মধ্যে গীবত চর্চা দিন দিন বেড়ে চলেছে। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার করণে আমাদের মনে হয় গীবত করা বৈধ।
দ্বীনদার মানুষদেরকে শয়তান মদ, ব্যভিচার, ফরয তরক ইত্যাদি পাপে সহজে লিপ্ত করতে পারে না। এজন্য দ্বীনদার মানুষদের জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের অন্যতম ফাঁদ হলো গীবতের মত মহা কবীরা গোনাহ। দ্বীনদার মুমিন বেখেয়ালে গীবতের মত মহা পাপে লিপ্ত হয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলেন। গীবত শুধু মুমিনের নেক আমল নষ্ট করেনা বরং মুসলিম সমাজে বিভক্তিও সৃষ্টি করে।
অধিকাংশ মুসলিম তাঁদের জীবনে ইসলামের বিধি-বিধান পালন করে আল্লাহর রহমত লাভে আন্তরিকভাবেই আগ্রহী বলেই আমরা বিশ্বাস করি। সম্ভবত: ইচছা করে কেউই আল্লাহর নির্দেশের বিরোধিতা করতে চান না। গীবত করার কারণ অধিকাংশ ক্ষেত্রে এ বিষয়ে ইসলামের নির্দেশ না জানা।
এই পুস্তিকাটিতে গীবতের ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূল সাঃ এর নির্দেশাবলী কুরআন ও সুন্নাহর আলোকে গীবত থেকে বাঁচার উপায় আলোচনা করা হয়েছে।
মানবীয় কাজে ভুলভ্রান্তি থাকবেই। বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে এই বইটির গ্রন্থনা ও সম্পাদনার কাজ করতে হল। এতে ভুলভ্রান্তির সম্ভাবনা অনেক বেড়ে গেল। সহৃদয় পাঠকের প্রতি অনুরোধ রইল, আপনার দৃষ্টিতে বইটির লেখায়, বানানে, তথ্যে বা গ্রন্থনায় কোন ভুল ধরা পড়লে অনুগ্রহ করে তা লেখককে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমিন ........
লেখক

আদ-দাওয়াহ পাবলিকেশন্স থেকে প্রকাশীত ইসলামী বই ক্রয় করুণ ৩০% কমিশনে। যারা বিক্রয় করার জন্য নিবেন তাদের জন্য রয়েছে বিশেষ কমিশন। যারা ৫ টি বই নিবেন তারা বিশেষ কমিশন পাবেন। এ সুযোগ শুধু মাত্র রামাদান মাসের জন্য। যোগাযোগ করুণ মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭