মহাগ্ৰন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ এক অনন্য মু’জিযাপূর্ণ আসমানী কিতাব। পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যক অনুধাবন এবং সেই মোতাবেক আমল করার কোনও বিকল্প নেই।
তাফসীর হলো পবিত্র কুরআনের
ব্যাখ্যা-বিশ্লেষণ। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি
অবতীর্ণ আল-কুরআনের সুগভীর মর্মার্থ, অনুপম শিক্ষা, ভাব-ব্যঞ্জনাময়
সাংকেতিক তথ্যাবলী এবং নির্দেশসমূহ সাধারণের বোধগম্য করার লক্ষ্যে যুগে
যুগে প্রাজ্ঞ তাফসীরবিদগণ অসামান্য পরিশ্রম করে গেছেন। তাদের সেই শ্রমের
ফলস্বরূপ আরবীসহ অন্যান্য ভাষায় বহু সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। এর
মধ্যে তাফসীর ইবনে কাসীর অন্যতম।
আল্লামা ইবন কাহীর (র) প্রণীত এই অনুপম
গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, তাফসীরকার পুরোপুরি নির্ভরযোগ্য নয় এমন
সনদ ও ব্যাখ্যা-বিশ্লেষণ পরিহার করে পবিত্র কুরআনের ব্যাখ্যা করেছেন। শুধু
পবিত্র কুরআনের বিশ্লেষণধর্ম আয়াত এবং হাদীসের সুস্পষ্ট দিকনির্দেশনা
অবলম্বন করার কারণে আল্লামা ইবন কাহীরের এ গ্রন্থটি অর্জন করেছে সর্বাধিক
নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি। বিশিষ্ট আলিম,
অনুবাদক ও শিক্ষাবিদ অধ্যাপক আখতার ফারুক এটি বাংলায় অনুবাদ করেছেন এবং
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এটি প্রকাশ করেছে।
খন্ড নং
|
Mediafire Link
|
Archive.org Download Link
|
১ম খন্ড
|
||
২য় খন্ড
|
||
৩য় খন্ড
|
||
৪র্থ খন্ড
|
||
৫ম খন্ড
|
||
৬ষ্ঠ খন্ড
|
||
৭ম খন্ড
|
||
৮ম খন্ড
|
||
৯ম খন্ড
|
||
১০ম খন্ড
|
||
১১শ খন্ড
|
সবগুলো খন্ড একত্রে ডাউনলোড করতে ক্লিক করুন
স্ক্যানিং ক্রেডিট : Lone Traveller